সিংড়া উপজেলা প্রশাসন ভবন সংলগ্ন অবস্থিত স্মৃতিসৌধ ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারী আমাদের মাতৃভাষার জন্য যাঁরা নিজের বুকের তাজা রক্ত দিয়েছিল তাঁদের পূন্য স্মৃতির উদ্দেশ্য নির্মিত হয়েছে এই স্মৃতিসৌধ। ২১শে ফেব্রুয়ারী সহ বিভিন্ন জাতীয় দিবসে সিংড়া উপজেলার সর্বস্তরের মানুষ এই স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সেই সব বীর শহীদদের। সিংড়া স্মৃতিসৌধ প্রতিষ্ঠা করেন জনাব এ্যডভোকেট জুনাইদ আহমেদ পলক, মাননীয় প্রতিমন্ত্রী, তথ্য ও যোগাযোাগ প্রযুক্তি বিভাগ, ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, ঢাকা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস