বর্ষায় সিংড়ার চলনবিল বর্ষায় পানিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় আর এ সময় এ বিলের ভেতর দিয়ে অনেক বড় বড় ধানের, পলের নৌকা যায় যা মনোরম দৃশ্য ।এছাড়া এ বিলের ভেতর দিয়ে তারাশ বারুহাস ডুবন্ত রাস্তা গিয়েছে যা বর্ষার সময় ডুবে যায় আর অল্প বন্যায় এ রাস্তা সাজে বর্ণিল রুপে যা পর্যটকদের মন কারে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস