এক নজরে সিংড়া উপজেলা
সীমানাঃ উত্তরে নন্দীগ্রাম উপজেলা (জেলাঃ বগুড়া), দক্ষিণেঃ গুরুদাসপুর উপজেলা (জেলাঃ নাটোর), পূর্বেঃ তাড়াশ উপজেলা (জেলাঃ সিরাজগঞ্জ), পশ্চিমেঃ আত্রাই উপজেলা (জেলাঃ নওগাঁ)।
উপজেলার প্রশাসনিক তথ্যাদি
প্রশাসনিকঃ
০১। উপজেলার নাম ঃ সিংড়া
০২। উপজেলার আয়তন ঃ ৫৩১ বর্গ কিঃমিঃ
০৩। জনসংখ্যা ঃ ৩,৬৪,৩৮২ জন
ক) পুরম্নষের সংখ্যা ঃ ১,৮২,৫৮৬ জন
খ) মহিলার সংখ্যা ঃ ১,৮১,৭৯৬ জন
গ) পরিবারের সংখ্যা ঃ ৮৮,৭৯১ (আদম শুমারী ২০১১)
০৪। থানা ঃ ০১ টি (ফাঁড়ি ১ টি কালিগঞ্জ)।
০৫। পৌরসভার সংখ্যা ঃ ১ টি (সিংড়া পৌরসভা)
0৬। মৌজার সংখ্যা ঃ ৪৪৭ টি
০৭। গ্রাম ও মহলস্নার সংখ্যা ঃ ৪৩৯ টি
০৮। ইউনিয়নের সংখ্যা ঃ ১২ টি যথাঃ সুকাশ, ডাহিয়া, ইটালী,
কলম, চামারী, হাতিয়ান্দহ, লালোর,
শেরকোল, তাজপুর, চৌগ্রাম,
ছাতারদিঘী, রামানন্দ খাজুরা।
০৯। হাসপাতালের সংখ্যা ঃ ০১ টি (৩১ শয্যা বিশিষ্ট)।
(ক) ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র ঃ ১০ টি
(খ) কমিউনিটি ক্লিনিক ঃ ৪২ টি
১০। পাকা রাস্তার পরিমাণ ঃ ১৬৯.৫৯ কিমি
১১। আধা পাকা রাস্তার পরিমাণ ঃ ৩৯-৮০ কিমি
১২। কাঁচা রাস্তার পরিমাণ ঃ ৪২১.২৫ কিমি
১৩। আরইবি এর বিদ্যুতের লাইন এর দৈর্ঘ্য ঃ ৮৩৪.৪২৬ কিমি
১৪। ইউনিয়ন ভূমি অফিসের সংখ্যা ঃ ১২ টি (প্রতি ইউ,পি’তে একটি করে)।
১৫। উচ্চ শিক্ষা
(ক) ডিগ্রি কলেজ ঃ ০৫ টি (১ টি সরকারি ও ১ টি মহিলা)।
(খ) উচ্চ মাধ্যমিক কলেজ ঃ ০২ টি
(গ) উচ্চ মাধ্যমিক মহিলা কলেজ ঃ ০২ টি
(ঘ) উচ্চ বিদ্যালয় ও কলেজ ঃ ০৩ টি
১৬। মাধ্যমিক শিক্ষাঃ
(ক) উচ্চ বিদ্যালয় ঃ ৪৩ টি
(খ) বালিকা উচ্চ বিদ্যালয় ঃ ০৪ টি (১ টি সরকারি)।
(গ) নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ঃ ১১ টি (১ টি বালিকা)।
(ঘ) কারিগরী কলেজ ঃ ০৫ টি
(ঙ) কারিগরী মহিলা কলেজ ঃ ০১ টি
(চ) কারিগরী স্কুল ও কলেজ ঃ ০৯ টি
(ছ) ফাজিল মাদ্রাসা ঃ ০১ টি
(জ) আলিম মাদ্রাসা ঃ ০২ টি
(ঝ) দাখিল মাদ্রাসা ঃ ১৩ টি
১৭। প্রাথমিক শিক্ষাঃ
(ক) সরকারি প্রাথমিক বিদ্যালয় ঃ ১৯৪ টি
(খ) কমিউনিটি বিদ্যালয় ঃ ০৮ টি
(গ) এবতেদায়ি মাদ্রাসা ঃ ১৩ টি
১৮। শিক্ষার হার ঃ ৬৫%
১৯। সাধারণ তথ্যাদিঃ
(ক) নদ-নদী ঃ ০৫ টি
(খ) আবাদী জমি ঃ ৪৩.৬৫০ হিক্টর
(গ) পোস্ট অফিস ঃ ১৩ টি
(ঘ) পাঠাগার ঃ ০১ টি
(ঙ) ফায়ার সার্ভিস ঃ নাই।
(চ) স্বোচ্ছা-সেবি প্রতিষ্ঠান ঃ ১০৫ টি
(ছ) নিবন্ধনপ্রাপ্ত এতিমখানা ঃ ১০ টি
(জ) বিদ্যুতায়িত গ্রাম ঃ ২৫০ টি
(ঝ) বিদ্যুৎ বিহীন গ্রাম ঃ ১৬৫ টি
(ঞ) হাট-বাজারের সংখ্যা ঃ ৩১ টি
(ট) ১৪১৮ সনের জন্য ইজারাকৃত হাট-বাজারের সংখ্যা ঃ ২৭ টি
এবং ইজারা লব্ধ আয় ঃ ৬৭,৫০,৭৭৩/- টাকা
(ঠ) পৌরসভা নিয়ন্ত্রণাধীন হাট-বাজারের সংখ্যা ঃ ৩ টি
(ড) আদর্শ গ্রাম/ আবাসন প্রকল্পের সংখ্যা ঃ ১৩ টি
(ঢ) মোট সরকারি খাস পুকুরের সংখ্যা ঃ ৪৮২ টি
(ণ) ইজারাকৃত পুকুরের সংখ্যা ঃ ২০৪ টি
(ত) খেয়া ঘাট/ শ্যালো ঘাটের সংখ্যা ঃ ১৪ টি
(থ) মেলা ঃ ৬ টি।
(দ) সিংড়া উপজেলায় কর্মরত মোট এনজিও’র সংখ্যা ঃ ১০৪ টি
(ধ) মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির অনুমোদন প্রাপ্ত
এনজিও’র সংখ্যা ঃ ০৫ টি
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস