Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
সিংড়ার রবি শষ্য
বিস্তারিত

চলন বিলের সরিষা ক্ষেত। এ অঞ্চলে রবি মৌসুমে প্রচুর পরিমানে সরিষা উৎপাদন হয়। সরিষা উৎপাদন করার পর এখানে ইরি ধান চাষ করা হয়।

২০১২-২০১৩ অর্থবছরে উৎপাদিত সরিষার পরিমান ২৮৫৫ মে:ট:। এই অর্থ বছরে মোট ২৩৫০ হে: জমিতে সরিষা চাষ করা হয়। সরিষা চাষ করে এই অঞ্চলের অনেক কৃষক সাবলম্বী ও সচ্ছল জীবন যাপন করছেন।

সিংড়া উপজেলাটি কষিতে যতেষ্ট সম্মৃদ্ধ। উপজেলার মোট আবাদযোগ্য জমির পরিমাণ ৪৩,৬৫০ হেক্টর। উপজেলার প্রধান ফসল  ধান, পাট, গম, সরিষা, ভূট্টা, ডাল, মসলা ইত্যাদি। মোট খাদ্য উৎপাদন ২,৪৭,২৮২ মে.টন, মোট খাদ্য চাহিদা ৬০,২৫০ মে.টন, মোট খাদ্য উদ্বৃত্ত ১,৮৭,০৩২ মে.টন। তাছাড়া চলনবিলেনর অংশ বিশেষ হওয়ায় উপজেলায় যথেষ্ট পরিমানে মাছের চাষ হয়ে যা কিনা প্রতিনিয়ত দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি হয়।