Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

সিংড়া উপজেলা নাটোর জেলা তথা বাংলাদেশের  একটি অন্যতম গুরুত্তপূর্ণ উপজেলা।সিংড়া উপজেলার অধিকাংশ ভূমি বর্ষার সময় জলমগ্ন থাকে।সিংড়ার জনগন বিল এলাকা হওয়ায় এখন ও তারা যোগাযোগের সুবিধা হতে বঞ্চিত তারাশ বারুহাস রাস্তার কাজ শেষ হলে তার অনেকাংশে এ সমষ্যা হতে পরিত্রান পাবে  এলাকার অধিকাংশ জনগন কুষির উপর নিভর্রশীল। এখানে অধিকাংশ জমি এক ফসলি খাদ্য সযংসম্পুন্ন এলাকা। সিংড়া ২০১৫-২০১৬ অর্থ বছরে সিংড়ায় ১,৯৫,৮৯২ মে:টন খাদ্র উদ্বৃত ছিল। বর্ষায় প্রচুর মাছ হয় এ উপজেলায় । ২০১৫-২০১৬ অর্থ বছরে সিংড়ায় ১০৪৮ মে:টন মাছ পাওয়া গিয়েছিল।   এখন ও এ উপজেলার অধিকাংশ মানুষের জীবনমান উন্নয়ন প্রয়োজন।উপজেলার অনেক অংশ বিখ্যাত চলন বিলের মধ্যে অবস্থিত। উপজেলার প্রাকৃতিক সম্পদ মাছ ও পানির সর্বোত্তম ব্যবহার করে এবং তথ্য  প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে এ অঞ্চলের মানুষের জীবন মানের উন্নয়ন আরো দ্রুত সম্ভব। জনগনেরদোর গোড়ায় সরকারী বেসরকারী সেবাদ্রুত পৌছে দেওয়ার ক্ষেত্রে সিংড়া উপজেলা ওয়েব পোর্টাল অগ্রনী ভূমিকা পালন করবে।

সমন্বিত উদ্দোক্তা গনের মাধ্যমে  একটি সুষ্ঠু, সুন্দর, সন্ত্রাসমুক্ত, উন্নয়নমুখী আলোকিত সিংড়া গড়াই আমাদের সকলেরলক্ষ্য।

মোছাঃ নাসরিন বানু

উপজেলা নির্বাহী অফিসার

সিংড়া, নাটোর।